হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেসক্লাবের সামনে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা, গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতভিটা রক্ষার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন শিরিন খান নামে এক নারী। গতকাল এ ঘটনার পর তিনি বাদী হয়ে আজ রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হান্নান সাউদ (৬০) ও আয়েছ আলী (৫৮)। তাঁরা দুজন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। মামলার বাদী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।

থানায় দায়ের করা মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তাঁর স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোতলা পাকাবাড়ি তৈরি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।

ইতিমধ্যে ওই জায়গা তাঁর স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করে দিয়েছেন। গত তিন মাস আগে হঠাৎ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান-যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ির পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তাঁর স্বামীকে বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’ 

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ