হোম > সারা দেশ > ঢাকা

‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

উত্তরার কাজী ড্রাইভিং স্কুলের পরিচালক মো. কাজী মেহেদী হাসান এবং এ এম আর ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন।

উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে শনিবার সকালে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের শুরু হয়। পরে সেখান থেকে র‍্যালিটি শুরু হয়ে উত্তরা ১১ নম্বর মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় পথে পথে গাড়ি চালকদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উত্তরা বিভাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম, নুর নবী, কাজী মিজান ও শহিদুল ইসলাম উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘আমরা সকলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। সঠিক লেন মেনে গাড়ি চালাব। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকব। কারণ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা কেউ উচ্চ গতিতে গাড়ি চালাব না।’

এ সময় উত্তরায় কর্মরত সাংবাদিক, বিআরটিসি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ মোটর শ্রমিক লীগের নেতা-কর্মী এবং সচেতন জনগণসহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি