হোম > সারা দেশ > ঢাকা

‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

উত্তরার কাজী ড্রাইভিং স্কুলের পরিচালক মো. কাজী মেহেদী হাসান এবং এ এম আর ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন।

উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে শনিবার সকালে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের শুরু হয়। পরে সেখান থেকে র‍্যালিটি শুরু হয়ে উত্তরা ১১ নম্বর মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় পথে পথে গাড়ি চালকদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উত্তরা বিভাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম, নুর নবী, কাজী মিজান ও শহিদুল ইসলাম উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘আমরা সকলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। সঠিক লেন মেনে গাড়ি চালাব। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকব। কারণ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা কেউ উচ্চ গতিতে গাড়ি চালাব না।’

এ সময় উত্তরায় কর্মরত সাংবাদিক, বিআরটিসি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ মোটর শ্রমিক লীগের নেতা-কর্মী এবং সচেতন জনগণসহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন