কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাঁদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা এবং রিনা আক্তার তাঁদের ভাগনের স্ত্রী।
জানা যায়, ওই তিন নারী তিতাস নদে গোসল করছিলেন, এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদে নারীদের ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাই এবং ট্রাক্টর জব্দ করি। চালককে আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে খোঁজ করে তাকে আর পাওয়া যায়নি। তবে চালককে ধরার জন্য কাজ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।’