হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা

 কুমিল্লা প্রতিনিধি 

টাউন হলের মাঠে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের জে এম শাখা থেকে পৃথক দুটি চিঠিতে বিএনপির দুই পক্ষ আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ ও মনিরুল হক চৌধুরী গ্রুপকে জানানো হয়, ২০ নভেম্বর টাউন হল মাঠে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না।

বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, কুমিল্লা টাউন হল মাঠে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দোয়া ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছিল হাজী আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ। অন্যদিকে একই দিন একই মাঠে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ পূর্বনির্ধারিত নির্বাচনী জনসভা করতে চায়। একই স্থানে একই দিনে বিএনপির দুই গ্রুপ পৃথক সমাবেশ ডাকায় উত্তেজনা, অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়।

দুই পক্ষের কাছে পাঠানো চিঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তুলে ধরে টাউন হল ছাড়া অন্য স্থানে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। দুটি চিঠিতেই স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

প্রথম চিঠি পাঠানো হয় আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানকে। দ্বিতীয় চিঠি পাঠানো হয় মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী মাঠ বরাদ্দের আবেদনকারী আবদুল মোতালেব মজুমদারকে।

চিঠির পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক টাউন হল মাঠে উপস্থিত হয়ে উভয় পক্ষের নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দেন, টাউন হলে কোনো অনুষ্ঠান করা যাবে না। তিনি আরও বলেন, ‘অন্য কোথাও আয়োজন করলে বাধা নেই, কিন্তু টাউন হল মাঠে সমাবেশের অনুমতি নেই।’ এর পরপরই মাঠে সমাবেশের প্রস্তুতিমূলক কাজ বন্ধ হয়ে যায় এবং প্রশাসন টাউন হলের মাঠ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে মাঠজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় টাউন হলে গিয়ে দেখা যায়, পূর্ব পাশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছিল; অন্যদিকে পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার মঞ্চ তৈরিতে ব্যস্ত ছিল। একই মাঠে সমান্তরাল প্রস্তুতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ছিল। জননিরাপত্তার স্বার্থে কাউকেই টাউন হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০