হোম > সারা দেশ > কুমিল্লা

দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

মৃত শিশুদের স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিতাস উপজেলায় বাক্‌প্রতিবন্ধী দুই মেয়েশিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আজ সোমবার সকালে উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুদের নাম মনিরা (১০) ও ফাতিহা (৬)।

অভিযুক্ত বাবা মনু মিয়া। তিনি নিজেও বাক্‌প্রতিবন্ধী। জানা গেছে, কীটনাশক খাইয়ে দুই মেয়েকে হত্যা করেছেন মনু মিয়ে। তবে তিনি বেঁচে আছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার সময় শিশুদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাশতা তৈরি করছিলেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ‘বাবা ও দুই মেয়ে তিনজনই বাক্‌প্রতিবন্ধী। দুই মেয়ের লাশ উদ্ধার করেছি। তাদের লাশ ময়নাতদন্ত করা হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, পরিবারের অসচ্ছলতা ও অভাব-অনটনের কারণেই বাবা দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাক্‌প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারেন না। তার মধ্যে দুই মেয়ে বাক্‌প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দারিদ্র্য ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, ‘সকাল ৮টার দিকে মনু মিয়া এবং তার দুই মেয়েকে আমাদের এখানে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক