হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। ছবি : আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার মক্তবপুরের আশরাফুল হকের ছেলে শেখ ওবায়দুল হক (১৯) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গিলাতলী গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে মোহাম্মদ ফারুক (২৭)। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। ছবি : আজকের পত্রিকা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানার পুলিশ, চকরিয়া থানার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। পরে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। চালক-সহকারীসহ বাসে ৪০ জন যাত্রী ছিল। বাসটি উদ্ধার করা হয়েছে। আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি