হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। ছবি : আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার মক্তবপুরের আশরাফুল হকের ছেলে শেখ ওবায়দুল হক (১৯) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গিলাতলী গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে মোহাম্মদ ফারুক (২৭)। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। ছবি : আজকের পত্রিকা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানার পুলিশ, চকরিয়া থানার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। পরে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। চালক-সহকারীসহ বাসে ৪০ জন যাত্রী ছিল। বাসটি উদ্ধার করা হয়েছে। আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩