হোম > সারা দেশ > কক্সবাজার

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা: ১৮ ‘দালালের’ বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ আটক রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরপথে মানব পাচারের চেষ্টার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার আটক ব্যক্তিসহ ১৮ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সেন্ট মার্টিন কোস্ট গার্ড বিসিবি স্টেশনে কর্মরত চিফ পেটি অফিসার আহাম্মদ আলী মিয়া বাদী হয়ে আটক ১২ দালালসহ ১৮ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।’

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ট্রলারসহ ২০৯ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকা দিয়ে একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে করে তাঁদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ১২ মানব পাচারকারীকেও আটক করা হয়। পরে তাঁদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ২০৯ জনের মধ্যে ৪২ জন বাংলাদেশি এবং ১৬৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে। পরদিন বুধবার তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। যদিও প্রাথমিকভাবে আটক ব্যক্তির সংখ্যা ২১৪ বলে জানানো হয়েছিল। উদ্ধার ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে