হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে নৌকা থেকে জি–৩ রাইফেল–কিরিচ উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত নৌকা থেকে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মিঠাপানিরছড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে নৌকাটি জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল সমুদ্র উপকূলের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি চালিয়ে নৌকার ভেতরে লুকিয়ে রাখা বস্তায় একটি স্বয়ংক্রিয় অস্ত্র জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং অস্ত্র-কিরিচসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১