হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন জান্নাত আরা (২৮) এবং তাঁর দুই বছরের কন্যা মাহিম আক্তার। জান্নাত ওই ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অব্যাহত টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর আজকের পত্রিকাকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমির জাফর আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা