হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন জান্নাত আরা (২৮) এবং তাঁর দুই বছরের কন্যা মাহিম আক্তার। জান্নাত ওই ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অব্যাহত টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর আজকের পত্রিকাকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমির জাফর আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল