বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনযোগে তাঁরা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছান।
পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছালে স্থানীয় রাখাইন নৃগোষ্ঠী সম্প্রদায় নৃত্য পরিবেশন করে তাঁদের বরণ করে নেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার ইনানি রয়েল টিউলিপ হোটেলে চলে যান। রাতে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন।
ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।