হোম > সারা দেশ > কক্সবাজার

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রেনযোগে কক্সবাজার পৌঁছালেন ৩৪ কূটনীতিক

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনযোগে তাঁরা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছান। 

পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছালে স্থানীয় রাখাইন নৃগোষ্ঠী সম্প্রদায় নৃত্য পরিবেশন করে তাঁদের বরণ করে নেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার ইনানি রয়েল টিউলিপ হোটেলে চলে যান। রাতে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক কক্সবাজার সফরে এসেছেন। আগামীকাল বুধবার কূটনীতিকরা রামু বৌদ্ধ বিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। 

ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে