হোম > সারা দেশ > কক্সবাজার

অস্ত্র-গুলিসহ উখিয়ায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টিভি টাওয়ার এল‍াকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত গনি মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫) এবং ঘোনারপাড়া ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ঠান্ডা মিয়ার ছেলে আকতার হোসেন (২৬)।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন টিভি টাওয়ার এলাকায় কতিপয় লোকজন মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

আটক রোহিঙ্গাদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে