হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১১

কক্সবাজার প্রতিনিধি

কোস্ট গার্ডের জব্দ করা সার ও আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাতে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। অথচ বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই সময় ওই এলাকায় কোনো নৌকা চলাচলের অনুমতি নেই। কোস্ট গার্ডের থামার সংকেত উপেক্ষা করে নৌকাটির যাত্রীরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কোস্ট গার্ড ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১ মে একই এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছিল। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি