হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার বদির ভগ্নিপতি কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. হাফেজ উল্লাহকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করে। গতকাল তাঁকে কর্ণফুলী থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব–৭। 

কর্ণফুলী থানার উপপরিদর্শক আওরঙ্গ জেব আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কর্ণফুলীর মইজ্জেরটেক এলাকা থেকে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক মো. হাফেজ উল্লাহকে থানায় হস্তান্তরের পর আজ করাগারে পাঠানো হয়েছে।’ 

গ্রেপ্তার মো. হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া মৃত তমিম গোলালের ছেলে এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই। 

চট্টগ্রাম র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার গণমাধ্যমকে জানান, গত রোববার সন্ধ্যায় র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কয়েক ব্যক্তি যাত্রীবাহী বাসে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল নগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় মো. হাফেজ উল্লাহ গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করে। 

মো. নুরুল আবছার আরও জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি ও তাঁর দেখানো মতে, বাসের মালামাল রাখার সাইড বক্সের ভেতরে রক্ষিত ট্রলি ব্যাগের ভেতর থেকে ওই ব্যক্তি নিজ হাতে বের করেন ৫ হাজার ১৮৫টি ইয়াবা বড়ি। পরে তাঁকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করত। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। 

তিনি আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মো. হাফেজ উল্লাহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব ছিলেন। বর্তমান কমিটির কোনো পদে নেই। তিনি সাবেক সাংসদ আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই।’ 

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১