হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব ও বিজিবি। এ সময় মোহাম্মদ রুবেল (২৭) নামের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৃথক এই অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।

কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যে র‍্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তাঁর সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় র‍্যাবের একটি দল অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তাঁর দলবল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন র‍্যাবের সদস্যরা। পরে ডাকাত রুবেলের দেওয়া তথ্যমতে, তাঁর সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১২টি তাজা অ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।

অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবির একটি দল পাহাড়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), তিন রাউন্ড বন্দুকের ছররা গুলি ও পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড রাইফেলের গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, রঙ্গীখালীতে মাদক কারবারি, ডাকাত, অপহরণ চক্রের সদস্য ও অপরাধীরা গহিন পাহাড়ে আস্তানা গেড়ে লুকিয়ে থাকেন। এসব আস্তানা চিহ্নিত করে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ব্যাপারে উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি