হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে এসে অপহৃত সিলেটের ৬ শ্রমিক গহিন পাহাড় থেকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

আজ মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে উদ্ধার সিলেটের জকিগঞ্জের শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় নির্মাণশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই শ্রমিকদের কীভাবে অপহরণ করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে ওসি জানান।

উদ্ধার শ্রমিকেরা হলেন মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)। সবাই জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা। পেশায় তাঁরা রাজমিস্ত্রি।

মঙ্গলবার সন্ধ্যায় অপহৃত ব্যক্তিদের তিনজন স্বজন টেকনাফ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে পাহাড় থেকে অক্ষত অবস্থায় তাঁদের উদ্ধার করে।

এর আগে শ্রমিকেরা ১৫ এপ্রিল কাজের সন্ধানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। এর পর থেকে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন

কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে চকরিয়ায় অবরোধ, দীর্ঘ যানজট

বিএনপির ঘাঁটি দখলে মরিয়া জামায়াত

টেকনাফে জেলের জালে ৪ মণ ওজনের ভোল মাছ

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা রেখে পালিয়েছে কারবারিরা

চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ, পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে ভাতিজাকে মারধর