হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন, কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাছের দোকানের কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মনির আহমদ (৩৮)। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া আবু ছিদ্দিকের ছেলে।

চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন মনির আহমদ। তাঁর দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তাঁর আপন মামাতো ভাই মোহাম্মদ মারুফ ও আজাদ ওরফে বাবু। কিছু দিন আগে মাছের দোকানে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে আজাদকে চড় মারেন মনির। এতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সোয়া ১২টার দিকে মনির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মারুফ, আজাদসহ আরও কয়েকজন যুবক মনিরের গতিরোধ করেন। তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করেন আজাদ। এ সময় গুরুতর আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, মনিরের বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে গভীর ক্ষত হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মনিরের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে মামলা হিসেবে নেওয়া হবে। হত্যাকাণ্ডে যাঁরা অভিযুক্ত, তাঁদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন