হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ২০ ঘণ্টা পর মাতামুহুরী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে নদীতে এক যুবককে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। তাঁর বয়স ৩৫-৪০ বছর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে মাতামুহুরী নদীতে অজ্ঞাত এক যুবক গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যাচ্ছিলেন। এ সময় চিৎকার করলে স্থানীয়রা তা শুনতে পায়। এ সময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে মেনে যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ১০ মিনিট পর যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থল আসছে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল