হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা গ্রামবাসীর

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল মন্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ আকজের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, আজ সকালে ওই ইউনিয়নের এক তরুণীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। পরে ওই তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন। এ সময় মন্নান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে গণপিটুনি দিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁর বাবা এবং আরও তিন ভাইও ডাকাতিতে জড়িত।

স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ বলেন, মছন আলী ও তাঁর ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-ঘরে ডাকাতি করে আসছেন। স্থানীয় গ্রামবাসী তাঁদের অত্যাচারে অতিষ্ঠ।

গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভের দুই দিনের মাথায় গণপিটুনিতে মারা যান আবদুল মন্নান।

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন

কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে চকরিয়ায় অবরোধ, দীর্ঘ যানজট

বিএনপির ঘাঁটি দখলে মরিয়া জামায়াত

টেকনাফে জেলের জালে ৪ মণ ওজনের ভোল মাছ

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা রেখে পালিয়েছে কারবারিরা

চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ, পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে ভাতিজাকে মারধর