হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তার তরুণেরা হলেন শহরের টেকপাড়ার তানভীর হোসেন, পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল, কালুরদোকান ইসুলের ঘোনা এলাকার ইমরান সরোয়ার ইমন, টেকপাড়ার বর্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন, মহেশখালীর কুতুবজুমের খন্দকারপাড়ার সিহাব উদ্দিন খোকন, শহরের সমিতিপাড়ার মো. সোহেল, বৌদ্ধমন্দির এলাকার সুমন কান্তি দাশ, নতুন বাহারছড়ার মো. হান্নান, পিটি স্কুল সমিতি বাজার এলাকার সাইফুল ইসলাম, পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন, বাহারছড়ার হাসান মাহমুদ সাগর ও টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না।

পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের জেলগেট এলাকায় কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামায়। অটোরিকশার নারী যাত্রীকে হত্যার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকার হীরার আংটি, একটি ৩০ হাজার টাকার মোবাইল ফোন। খবর পেয়ে সদর থানার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল