হোম > সারা দেশ > কক্সবাজার

কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

কোস্ট গার্ডের অভিযানে জব্দ সিমেন্টর বস্তা ও আটককৃতরা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে অভিযানে এঁদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের একটি দল বিশেষ অভিযান চালায়। নাজিরারটেকসংলগ্ন সমুদ্র উপকূলে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখে থামার সংকেত দেয় তারা। সংকেত না মেনে নৌকাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটকানো হয়। নৌকায় তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তাগুলো জব্দ হয়। এ সময় পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০), চট্টগ্রামের পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক পাচারকারী, জব্দকৃত সিমেন্ট এবং নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন