হোম > সারা দেশ > কক্সবাজার

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির শাবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

হাতি শাবক। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জরুল আলম।

মঞ্জরুল আলম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসার অভাবে হাতির শাবকটি মারা গেছে, সেটি সঠিক নয়। শাবকটি সার্বক্ষণিক দেখভালের মধ্যে ছিল। গত রাতেও খাওয়াদাওয়া করেছে। হঠাৎ সকালে অসুস্থবোধ করলে পার্কের আইসোলেশন সেন্টারে রেখে শাবকটির চিকিৎসা চলছিল। এরপরই মারা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে চলতি বছরের ৪ জানুয়ারি একটি মা হাতির শাবক জন্ম দিতে গিয়ে মারা যায়। পরদিন বন বিভাগ শাবকটি উদ্ধার করে লালনপালনের জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠায়। সেখানে প্রায় ৪ মাস ধরে বড় হচ্ছিল শাবকটি। দুই দিনের বাচ্চা শাবকটি পার্কে আনা হয়েছিল। এরপর লালন পালন করছিল এক মাহুত সুশীল চাকমা।

পার্কের একটি সূত্র বলছে, তবে গত ১৫ দিন ধরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে থাকা শাবকটির শরীরে নানা চর্মরোগের মতো দাগ দেখা যাচ্ছিল। হাতিটি তেমন খাওয়াদাওয়া করছিল না।

হাতির শাবকটির ময়নাতদন্ত করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।

আরিফ উদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে ধারণা করছি, ভাইরাল ইনফেকশনের কারণে শাবকটি মারা গেছে। শাবকটির হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি ও অন্ত্রে রক্ত পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করতে শাবকটির শরীর থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহা, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ময়নাতদন্ত করে হাতির শাবকটির শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। শাবকটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

শাবকটি সকালে মারা গেছে, সারা দিন কেন গোপন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে মঞ্জুরুল আলম বলেন, ‘পার্কের বিষয় কেন বাইরে জানানো হবে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১