হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালী–উখিয়ায় রোহিঙ্গাসহ ৩ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে তিনটি একনলা বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী মো. মামুন (২৪) ও আব্দুল গফুরকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, দুই শীর্ষ সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় এক নালা বন্দুক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও বেচাকেনা, চিংড়ি ঘের দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া একইদিন দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আমির হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের সি/ ১২ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার আমির হোসেন আরকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। তার বিরুদ্ধ হত্যা ও বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে