হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলেসহ ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ২২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলেসহ তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ও গতকাল রোববার কক্সবাজার শহরের সায়মন বিচ ও লাবণি বিচে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বিচকর্মীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ২টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী সায়মন বিচে গোসলে নামেন শাহীনুর রহমান (৬০) ও তাঁর ছেলে মোহাম্মদ সিফাত (২০)। গোসলের একপর্যায়ে বাবা-ছেলে সাগরে ভেসে যান।

উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত আজকের পত্রিকাকে জানান, বাবা-ছেলে একসঙ্গে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার দৃশ্য দেখে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। তাঁদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁদের অতিরিক্ত রক্ত বমি হয়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

এর আগে লাবণি পয়েন্টে গতকাল বিকেল ৪টার দিকে মো. রাজিব (৩০) নামের এক যুবক তাঁর পাঁচ বন্ধুর সঙ্গে গোসলে নামেন। একপর্যায়ে এক বন্ধু স্রোতের টানে ভেসে যেতে থাকলে তাঁকে উদ্ধারে এগিয়ে যান রাজিব। এ সময় স্রোতে রাজিবও তলিয়ে যান। প্রায় আট ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ১২টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে রাজিবের মরদেহ ভেসে ওঠে।

মোহাম্মদ রাজিব চট্টগ্রাম নগরের দেওয়ানহাট বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় গ্রাফিক ডিজাইনার ছিলেন। চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে কাজ করতেন।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, কয়েক দিন ধরে সাগর বেশ উত্তাল রয়েছে। সৈকতে পর্যটকদের সতর্ক করে লাল পতাকাও টানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতে গোসলে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান আজকের পত্রিকাকে বলেন, মারা যাওয়া বাবা-ছেলে রাজশাহী থেকে বেড়াতে এসেছিলেন। তাঁদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া অপর যুবক রাজিবের লাশও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে