হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে গুলিতে ১১ মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মৃত মনসুর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে মামুনকে গুলি করে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশায় এনে মারাক্কাঘোনা সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন যুবদলের সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবাও সন্ত্রাসীদের হাতে খুন হন।

নিহতের মামাতো ভাই মোহাম্মদ মোস্তফা জানান, ‘গুলিবিদ্ধ মামুনকে চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যু হয়। লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রফিক আহমদ মামুনসহ চার-পাঁচজনের একটি অপরাধী চক্র আছে। তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পথে মারা যান। সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। ওসি বলেন, নিহত যুবক মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি