হোম > সারা দেশ > কক্সবাজার

বিশ মিনিটে ছাই দিনমজুরের ঘর

প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাটাপাড়ি নদী সংলগ্ন চর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরের মালিক মো. মুবিন। তিনি মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার নুর কাদেরের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

মুবিনের স্ত্রী রোজিনা আকতার বলেন, মধ্যরাতে হঠাৎ স্বামী চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। তখন চারদিকে আগুন দেখতে পেয়ে বাচ্চাদের নিয়ে আমি বেরিয়ে পড়ি। বিশ মিনিটের মধ্যে চোখের সামনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন সন্তান নিয়ে এখন আমাদের মাথা গোঁজার টাই নাই।

দিনমজুর মো. মুবিন বলেন, পাঁচ বছর আগে মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া থেকে পরিবার নিয়ে এখানে এসে বসতি শুরু করি। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নগদ টাকা ও আসবাব মিলিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেশী হাসিনা বেগম বলেন, চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে দেখি মুবিনের ঘর আগুনে পুড়ছে। ঘরটি কাঠ আর বাঁশে দিয়ে তৈরি হওয়াতে মুহূর্তেই সবকিছু আগুনে পুড়ে যায়। বিশ মিনিটের মধ্যে তা ছাইয়ে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পেকুয়া স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বড়ুয়া বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি