হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ১ জেলে নিহত, ১৯ জনকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ সময় মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার গভীররাতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহত জেলে হলেন মোকাররম হোসেন (৪৫)। তিনি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

জেলে নিহত ও অপহরণের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। তিনি জানান, গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

মোকাররম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উপকূলে নিয়ে আসেন জয়নাল উদ্দিন নামের এক জেলে। তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে গতকাল রাত আনুমানিক ২টার দিকে সশস্ত্র জলদস্যুরা হামলা চালায়। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন।

জয়নাল উদ্দিন জানান, ঘটনার পর জলদস্যুরা তাঁকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দিয়ে অন্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায়। মোকাররমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি