হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য

কক্সবাজার প্রতিনিধি

মেজবাহ উদ্দিন। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী কীভাবে ছাদ থেকে পড়ল সে রহস্য জানতে তদন্ত করছে তারা।

নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কক্সবাজার শহরে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সদর উপজেলার লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ বলেন, ‘সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো দৃশ্যের দেখা মেলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের ওপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’

সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কিছু লোকের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১