হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়শিবিরে গাছ রোপণের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

কক্সবাজার প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে এক লাখের বেশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এই নির্দেশ দেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্প পরিদর্শন শেষে পর্যবেক্ষণ টাওয়ারে উঠে সার্বিক পরিস্থিতি দেখেন দুই উপদেষ্টা।

এ সময় মিয়ানমার সীমান্তে যাতে আর মাইন বিস্ফোরণ না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড এবং ক্যাম্পে যাতে কোনো সন্ত্রাসী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে।

সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ মাদক চোরাচালান চক্রের হোতা নবী হোসেন গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে যেসব অস্ত্রধারী ও সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি