হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়শিবিরে গাছ রোপণের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

কক্সবাজার প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে এক লাখের বেশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এই নির্দেশ দেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্প পরিদর্শন শেষে পর্যবেক্ষণ টাওয়ারে উঠে সার্বিক পরিস্থিতি দেখেন দুই উপদেষ্টা।

এ সময় মিয়ানমার সীমান্তে যাতে আর মাইন বিস্ফোরণ না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড এবং ক্যাম্পে যাতে কোনো সন্ত্রাসী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে।

সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ মাদক চোরাচালান চক্রের হোতা নবী হোসেন গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে যেসব অস্ত্রধারী ও সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে