হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রামে বন্য হাতির দাঁত উদ্ধার, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বন্য হাতির দুটি দাঁত উদ্ধার করেছে র‍্যাব। এ সময় শাহনেওয়াজ বাবলু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানিয়েছে দুই কেজি ওজনের দাঁত দুটির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। রোববার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় শাহনেওয়াজ বাবলু নামে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। 

মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করেস। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে