হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে প্রকাশ্যে স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার আবুল বশর। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আবুল বশর (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সৈকতে এক নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার যুবক ও নির্যাতনের শিকার নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর এলাকায়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ জুলাই বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক যুবক তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি ঘটনার এক দিন আগে (২৩ জুলাই) কক্সবাজারে বেড়াতে আসেন। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার দিনও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২