হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে প্রকাশ্যে স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার আবুল বশর। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আবুল বশর (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সৈকতে এক নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার যুবক ও নির্যাতনের শিকার নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর এলাকায়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ জুলাই বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক যুবক তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি ঘটনার এক দিন আগে (২৩ জুলাই) কক্সবাজারে বেড়াতে আসেন। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার দিনও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি