হোম > সারা দেশ > কক্সবাজার

দোকানভাড়া নিয়ে তর্কাতর্কি, কিল–ঘুষিতে কলেজশিক্ষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দোকানের ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে কিল–ঘুষির আঘাতে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত কলেজশিক্ষকের নাম মোহাম্মদ ইকবাল (৫৫), তিনি উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক ও স্থানীয় সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের বাবা। আর গ্রেপ্তার যুবক হলেন মোহাম্মদ শরিফ প্রকাশ বট্টল (৪৫), তিনি রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারবিল এলাকার শামসুল আলমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রাতে কলেজশিক্ষক মোহাম্মদ ইকবালের নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া নিয়ে শরীফের সঙ্গে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে শরীফ দোকানের মালিক কলেজশিক্ষক ইকবালকে লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন।

এ সময় কলেজশিক্ষক অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে