হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়া সাফারি পার্কে এল ১৮ সাম্বার-মায়া হরিণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

চকরিয়া সাফারি পার্কে এল ১৮ সাম্বার-মায়া হরিণ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ১৮টি সাম্বার, মায়া হরিণসহ চার প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সাফারি পার্কে প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

গত মঙ্গলবার ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জে স্বপ্নপুরীর পার্কের চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব বন্য প্রাণী জব্দ করেন।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাধ্যমে বুধবার দিবাগত রাত ১টার দিকে ১৪টি সাম্বার হরিণ, ৪টি মায়া হরিণ, ৫টি রাজ ধনেশ ও ১টি পাকড়াও ধনেশ ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাম্বার হরিণ ও মায়া হরিণ আনার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।’

মো. মাজহারুল ইসলাম আরও বলেন, ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা দেশের প্রথম ডুলাহাজারা সাফারি পার্ক। এখানে আগে দেশীয় প্রজাতির সাম্বার ও মায়া হরিণ ছিল কম। ২০২৩ সালের জুলাইয়ে স্কয়ার গ্রুপের উপহার হিসেবে ৫০টি চিত্রা হরিণ আনা হয়েছিল। পার্কে এখন হরিণের প্রজননও বেড়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল