হোম > সারা দেশ > কক্সবাজার

প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন চকরিয়ার সেই পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের সেই পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের সুপারিশে এই অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসানুল ইসলাম আদর বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার ছয় ভাইয়ের পরিবার সব হারিয়েছে। দুর্ঘটনার দিন থেকে পরিবারগুলোর পাশে ছিলাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাঁরা বেঁচে থাকার আশাটুকুই হারিয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাংসদ জাফর আলমের সুপারিশে আবেদন জমা করি। পরে তা মঞ্জুর হয়। অনুদানের চেক আনতে এখন আমি ঢাকার পথে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ফেব্রুয়ারি ভোরে সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি গেট এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। এ সময় সুরেশ চন্দ্রের দুই ছেলে ও মেয়ে আহত হন । তাঁরা এখন সুস্থতার পথে।

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি