হোম > সারা দেশ > কক্সবাজার

প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন চকরিয়ার সেই পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের সেই পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের সুপারিশে এই অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসানুল ইসলাম আদর বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার ছয় ভাইয়ের পরিবার সব হারিয়েছে। দুর্ঘটনার দিন থেকে পরিবারগুলোর পাশে ছিলাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাঁরা বেঁচে থাকার আশাটুকুই হারিয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাংসদ জাফর আলমের সুপারিশে আবেদন জমা করি। পরে তা মঞ্জুর হয়। অনুদানের চেক আনতে এখন আমি ঢাকার পথে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ফেব্রুয়ারি ভোরে সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি গেট এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। এ সময় সুরেশ চন্দ্রের দুই ছেলে ও মেয়ে আহত হন । তাঁরা এখন সুস্থতার পথে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক