হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞান করে মা-মেয়েকে ধর্ষণ, আটক ২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের হাবিব উল্লাহ (৫০) ও একই ক্যাম্পের হাবিব উল্লাহ (১৯)।

এপিবিএন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে পান করায়। একপর্যায়ে তাঁরা অবচেতন হয়ে পড়েন। পরে দুজনকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। ভুক্তভোগী মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল