হোম > সারা দেশ > কক্সবাজার

প্রদীপ ও তাঁর বাহিনীকে দ্রুত বিচারের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে স্যালুট : ভুক্তভোগী

শাহীন শাহ, কক্সবাজার থেকে

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করতে এজলাসে হাজির হয়ে ৩০০ পাতার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক। এদিকে আদালতের বাইরে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর বিচারের রায় দেখতে ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী।

সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হতে থাকেন অনেকে। তাঁদের মধ্যে একজন নুরুল হক। টেকনাফ নাজিরপাড়া এলাকার এজাহার পিয়ারের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম। 

মানববন্ধনে নুরুল হক বলেন, ‘ওসি প্রদীপ তাঁর লালিত বাহিনী দ্বারা আমাকে ডেকে ১০ মাস আটকে রেখে ১ কোটি টাকা দাবি করেন। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেন। ১০ মাস পরে কলাতলী থেকে একটি অস্ত্র ও ৫ হাজার ইয়াবা জব্দ দেখিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়। এরপর আমাদের নাজিরপাড়ার বাড়িটি দখলে নেন ওসি ও তাঁর বাহিনী।’ নুরুলের বড় ভাই নুর মোহাম্মদ ও তাঁর ভাগনেকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর ফাঁসি দাবি করেন তিনি। 

মানববন্ধনের একপর্যায়ে নুরুল হক বলেন, ‘মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট ও লাল সালাম। কেননা, কক্সবাজারের ইতিহাসে এটিই আলোচিত ও বড় অপরাধের বিচার।  ত্বরিতগতিতে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।’ 

সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার শতাধিক লোক ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করতে আসেন। রায় দেখে বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। 

আরও পড়ুন:

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১