হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে প্রাথমিক পর্যায়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে করোনার টিকা প্রদান শুরু

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধশতাধিক অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।

জানা যায়, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

এ দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ শীল জানান,৭টি রোহিঙ্গা শিবিরে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্রের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে ৭ হাজার ৯০০ নারী–পুরুষকে টিকা দেওয়া হবে। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯৯ আর মহিলা ৩ হাজার ৬০১ জন। শিবিরের জনসংখ্যা অনুযায়ী প্রতি বুথে গড়ে ৮০ থেকে ১২০ জন রোহিঙ্গাদের ৭ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন জাতিসংঘের অধিভুক্ত আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানান তিনি। 

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১