মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঠিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য পালিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া নাফ নদের পয়েন্ট দিয়ে তারা পালিয়ে আসেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত জুলাই মাস থেকে এ পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে টেকনাফে এসেছেন। এর আগে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ জন সদস্য পালিয়ে আশ্রয় নেয়। পরে তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।