হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ১ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে। 

আজ শুক্রবার উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক। তিনি বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে ট্রলারটিও দুর্ঘটনার শিকার হয়েছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামের এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন। 

এর আগে ২৪ জুলাই একই এলাকায় ট্রলার ও স্পিডবোট ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে