হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিমের লাশ এক সপ্তাহ পর ফেরত দিল ভারত

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। ছবি: বিজিবির সৌজন্যে

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ৩২ ব্যাটালিয়ন বিএসএফের গেদে কোম্পানি কমান্ড্যান্টের উপস্থিতিতে ওই বৈঠক হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা-পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

নিহত ইব্রাহিম (৩০) দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নূর ইসলামের ছেলে। নূর জানান, তাঁর ছেলে ২ জুলাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সীমান্তের খুঁটির কাছে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ বিএসএফ ওপারে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, ইব্রাহিমের পরিবারের আবেদনের পর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে দর্শনা সীমান্তে বৈঠকের পর পুলিশ লাশ হস্তান্তর করে। লাশটি বুঝে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি