হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরে গতকাল শনিবার রাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত যুবকেরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘প্রথমে দুর্ঘটনাটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে ঘটেছে বলে ধারণা করা হয়। তবে তদন্তে জানা গেছে, সেখানে রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১