হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে রেললাইনে ফাটল, দুর্ঘটনা থেকে রক্ষা ট্রেনযাত্রীদের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা এলাকায় আজ রোববার বিকেলে রেললাইনে ফাটল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের জোড়ায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন চলাচল করলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান। কর্মীরা এসে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে লাল নিশানা টানিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের যাত্রীরা।

আজ রোববার বিকেলে উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দেয়। এতে মহানন্দা ট্রেনটি কিছু সময় আটকে ছিল। কিছু সময় পর ধীরগতিতে ট্রেনটি ফাটলের স্থান অতিক্রম করে। পরে রেলকর্মীরা এসে রেললাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, রেলগেটের নিকট রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি জানালে দ্রুত জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেওয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে ধীরগতিতে চলাচল করতে থাকে।

আজ রোববার বিকেলে জীবননগরের উথলী ঘোড়ামারা এলাকায় ফাটল দেখা দেওয়া রেললাইনে লাল নিশানা টানিয়ে দেন রেলকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জীবননগরের উথলীতে রেললাইনের জোড়ার মুখ খুলে যায়। এ কারণে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। পরে ধীরগতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে যাত্রা করে। কর্মীরা গিয়ে ফাটল মেরামত করলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা