হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ মধ্যবয়সী নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০টি স্বর্ণের বারসহ মোছা শাহানারা নামে মধ্যবয়সী এক নারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

আটক মোছা শাহানারা (৪৮) উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেন। বেলা ১টার দিকে একটি অটোরিকশা করে ওই নারীকে দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করেন। 

এ সময় মোছা শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেন। যার ওজন দুই কেজি ৩৪১ গ্রাম। দাম আনুমানিক দুই কোটি ৩৫ লাখ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা