হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ মধ্যবয়সী নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০টি স্বর্ণের বারসহ মোছা শাহানারা নামে মধ্যবয়সী এক নারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

আটক মোছা শাহানারা (৪৮) উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেন। বেলা ১টার দিকে একটি অটোরিকশা করে ওই নারীকে দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করেন। 

এ সময় মোছা শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেন। যার ওজন দুই কেজি ৩৪১ গ্রাম। দাম আনুমানিক দুই কোটি ৩৫ লাখ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত