হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মাটি খুঁড়তেই মিলল পিতলের কলসিভর্তি প্রাচীন মুদ্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

উদ্ধার হওয়া মুদ্রা। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি খুঁড়তে গিয়ে পিতলের কলসিভর্তি প্রাচীন মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দোকান মেরামতের জন্য মাটি খোঁড়ার সময় কলসিটি পাওয়া যায়।

কলসিতে ১ হাজার ৮৭৬টি এক রুপি দামের ভারতীয় প্রাচীন মুদ্রা পাওয়া যায়। যার ওজন ২২ কেজি ৯০০ গ্রাম বলে জানা গেছে।

জানা গেছে, পুরোনো দোকানঘর সংস্কারের জন্য ওই এলাকার মৃত দীনু মন্ডলের ছেলে শাহিদুল ইসলাম খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে খননকাজ চালাচ্ছিলেন। কয়েক ফুট মাটির গর্ত তৈরি হলে কলসিটি বের হয়। পরে খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলসিসহ মুদ্রাগুলো উদ্ধার করে। মুদ্রাগুলোর গায়ে খচিত রয়েছে রাজা-রানির মুকুটসহ নানা প্রতীক। এসব মুদ্রায় আঠারো ও উনিশ শতকের সময়কার বিভিন্ন বছরের সাল উল্লেখ রয়েছে।

উদ্ধার হওয়া মুদ্রা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দা সামাদ আলী বলেন, এই এলাকায় অনেক হিন্দু পরিবার বসবাস করত। তৎকালীন হিন্দু পরিবারগুলো দেশভাগের সময় ভারতে চলে যাওয়ার আগে এই সম্পদ নিরাপদ রাখার জন্য হয়তো পুঁতে রেখে গিয়েছিলেন মাটির নিচে, যা আজ এত দিন পরে উদ্ধার হলো। রুপিগুলো সম্ভবত রৌপ্য বা রুপার মুদ্রা।

শাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার বাবা জমিতে মাটি খুঁড়ছিলেন। হঠাৎই পিতলের একটি কলসি পাওয়া যায়। ভেতরে ছিল অসংখ্য পয়সা। আমরা নিজেরাও অবাক হয়ে যাই। হয়তো মাটির নিচে এত দিন আমাদের জন্যই এই সম্পদ লুকিয়ে ছিল। এই মাটি যেন আমাদের পরিবারের জন্য সৌভাগ্য এনে দিল।’

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘মুদ্রাগুলো বিভিন্ন সময়ের এবং বিভিন্ন মানের বলে মনে হচ্ছে। এগুলো রৌপ্যমুদ্রা কি না, কিংবা কোন কোন ধরনের ধাতু দিয়ে তৈরি, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচাই করব মুদ্রাগুলোর প্রকৃতি, মূল্য ও ঐতিহাসিক গুরুত্ব।’

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন