হোম > সারা দেশ > চট্টগ্রাম

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চবি অফিসার্স সমিতির মানববন্ধন, মৌন মিছিল

চবি সংবাদদাতা

সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ বলেন, ‘আশা করি, সরকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির কথা বিবেচনা করবে এবং বৈষম্যমূলক এই স্কিম প্রত্যাহার করবে। এই পেনশন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই সরকার আমাদের দাবি বিবেচনা করুক।’

অফিসার্স সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বলেন, ‘আমাদের গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কোনো কিছু মেনে নেব না। সরকার বৈষম্যমূলক এই পেনশন স্কিম বাতিল না করলে সামনে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, স্বায়ত্তশাসিত, স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চলতি বছরের ১ জুলাইয়ের পর যাঁরা যোগদান করবেন, তাঁদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। তাঁদের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধাসংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের