হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চুরি করতে এসে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে চুরি করতে এসে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে খোরশেদ আলম নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মজিবুর রহমান বাহার।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে টাকা ও স্বর্ণালংকার চুরি করতে এসে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামের জবা বেগমকে (৭৫) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন নিহতের ছেলে মো. নুরুল আমিন।

পরে পুলিশ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার সিজিয়ারা গ্রামের মো. খোরশেদ আলমকে (২৫) গ্রেপ্তার করে। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার ও অ্যাড. শেখ মাসুদ ইকবাল মজুমদার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আ. হ. ম তাইফুর আলম ও অ্যাড. মো. ফারুক আহমেদ।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি