হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. আব্দুস সাত্তার (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার জনৈক মো. সুজত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার টাঙ্কির পাহাড় এলাকার বাসিন্দা। 

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, রায় শেষে আসামিকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আদালতসূত্র জানায়, ২০১৫ সালের ৪ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে আসামি আব্দুস সাত্তার ট্যাঙ্কির পাহাড়ের ভাড়া বাসায় তাঁর স্ত্রী শাহেদা আক্তারকে (১৯) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। পরে তাঁর ৯ মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে উল্লেখ করে কান্নাকাটি করতে থাকে। প্রতিবেশীরা স্থানীয় থানাকে খবর দিলে পুলিশ এসে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সাত্তার তাঁর দোষ স্বীকার করে। 

এ ঘটনায় খুলশী থানার এসআই মো. শামসুর রহমান খুলশী থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৬ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৭ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু