হোম > সারা দেশ > ফেনী

মালদ্বীপে মারা গেছেন সোনাগাজীর যুবক, দাফন সম্পন্ন 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

মালদ্বীপে স্ট্রোক করে মারা গেছেন ফেনীর সোনাগাজী উপজেলার সাতবাড়ীয়ার রেজি ব্যাপারী বাড়ির ছেলে শেখ আবু সায়েদ (২৬)। গত শুক্রবার মালদ্বীপের ম্যাইল নামক স্থানে মারা যান তিনি। ঘটনার দুদিন পর মরদেহ দেশে তাঁর গ্রামের বাড়িতে আনা হয়। 

আজ সোমবার সকালে সাতবাড়ীয়া তেহমুনী নতুন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হয়েছে। 

মৃত আবু সায়েদ রেজি ব্যাপারী বাড়ির আব্দুল কাদের ও নুর জাহান বেগমের ছেলে। 

মৃতের বাবা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সায়েদ আমার একমাত্র ছেলে। সে মালদ্বীপের ম্যাইল নামক স্থানে একটি সুপারশপে কাজ করত। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার কাজ থেকে ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে ঘুমাতে থাকলে এবং জুমার নামাজ আদায়ের জন্য সহপাঠীরা ডাকলে আমার ছেলে কোনো সাড়া শব্দ করেনি। পরে সহপাঠীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’ 

আব্দুল কাদের আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন আমার ছেলে স্ট্রোক করেছে। পরে দুদিনের প্রচেষ্টার পর সায়েদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। আজ সকালে সাতবাড়ীয়া তেহমুনী নতুন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হয়েছে।’ 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের