নোয়াখালীর সেনবাগ উপজেলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের ইকবালের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ভাইবোন হলো ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে লামিয়া সুলতানা মাহী (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘরের সংলগ্ন চুলায় ভাত রান্না বসান মা গোলাপি বেগম। এর কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুরঘাটে যান তিনি। কিছুক্ষণ পর পুকুরঘাট থেকে তিনি নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে ছাই হয়ে যায়।