হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজকের পত্রিকার রাজস্থলী উপজেলা প্রতিনিধির মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন দৈনিক আজকের পত্রিকার রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রতিনিধি চাউচিং মারমা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজস্থলী বাসস্টেশনের একটি দোকানে বসে কথা বলতে বলতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম হাসপাতালে পাঠাতে বলেন। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাতেই চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

চাউচিং মারমার বয়স হয়েছিল ৫১ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজস্থলী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওআমী লীগের সাধারণ সম্পাদক হাজ মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, কর্মরত সাংবাদিকদবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই। 

সাংবাদিক চাউচিং মারমা আজকের পত্রিকা ছাড়াও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে কাজ করতেন। 

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা