হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজকের পত্রিকার রাজস্থলী উপজেলা প্রতিনিধির মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন দৈনিক আজকের পত্রিকার রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রতিনিধি চাউচিং মারমা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজস্থলী বাসস্টেশনের একটি দোকানে বসে কথা বলতে বলতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম হাসপাতালে পাঠাতে বলেন। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাতেই চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

চাউচিং মারমার বয়স হয়েছিল ৫১ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজস্থলী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওআমী লীগের সাধারণ সম্পাদক হাজ মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, কর্মরত সাংবাদিকদবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই। 

সাংবাদিক চাউচিং মারমা আজকের পত্রিকা ছাড়াও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে কাজ করতেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ