হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়ডলু এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা। আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর ছেলে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হয়েছেন। ঘটনার পরপর ট্রাকসহ পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০